♦♦ _*খাঁটি মধু চেনার উপায় কি*_
নকল মধু স্বাস্থের জন্য কোনো উপকারে আসেনা। বরং স্বাস্থের ক্ষতি করে।
♦খাঁটি না হলে তা অন্য সব তরলের মতো চারদিকে ছড়িয়ে পড়বে। আপনি সামান্য পরিমাণ Organic Honey ভুঁড়ো আঙ্গুলের ওপর নিলে দেখবেন তা ছড়িয়ে পড়বে না।
♦একটি গ্লাসে পানি নিন এবং এতে মধু দিন। বেজাল মধু শিগ্রই পানির সাথে মিশে যাবে। আসল মধু মিশে গেলেও এর কিছু অংশ ঘন হয়ে ভেসে বেড়াবে। বিশেষ করে সামান্য Organic Honey তলানি হিসেবে থাকবে। কিন্তু নকল মধু একেবারে হাওয়া হয়ে যাবে।
আপনাদের আস্থার আরেক নাম
*_E-Nature Organic Honey_*